ফোন রিস্টার্ট করলে কী মুক্তি পাবেন হ্যাকিং থেকে? সত্যিটা জানুন!

Your phone need a weekly reboot of your phone to prevent hacking

ফোন রিস্টার্ট করলে কী মুক্তি পাবেন হ্যাকিং থেকে? সত্যিটা জানুন!

প্রতি সপ্তাহে অন্তত একবার আপনার স্মার্ট ফোনটি রিস্টার্ট করার পরামর্শ দিয়েছেন আমেরিকার নিরাপত্তা সংস্থা National Security Agency। রিস্টার্ট করার ফলে ফোনে থাকা ক্ষতিকর ভাইরাস অচল হয়ে যাবে। পাশাপাশি ফোনে থাকা Security System বাইপাস করতে পারবে না হ্যাকাররা। অপারেটিং সিস্টেম সব সময় Latest Version আপডেট রাখারও কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা।

ফোন রিস্টার্ট কেন করবেন জানুন?

হ্যাকিং রোখার সবথেকে সহজ এবং কার্যকর উপায় হল ফোন রিস্টার্ট করা।

সাইবার বিশেষজ্ঞদের দাবি, সপ্তাহে অন্তত একবার ফোন রিস্টার্ট করা উচিত: পাশাপাশি সম্প্রতি টেলিগ্রামে বাড়তে থাকা সাইবার অপরাধ নিয়েও সচেতন করেছেন জনসাধারণকে।

এক গুচ্ছ অ্যাপে ভরে গিয়েছে স্মার্টফোন। প্রতিদিন হাজারো ওয়েবসাইট_এ ভিজিট, যে কোনো লিঙ্কে ক্লিক করার অভ্যাস এখন সবার কাছেই স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। 

কিন্তু, সে সবের আড়ালে যে ফোনে জেঁকে বসছে ক্ষতিকর ভাইরাস। আপনার অজান্তেই সমস্ত সিকিউরিটি বাইপাস করে পরিচালনা করছে ক্ষতিকর সফটওয়্যার। 

এই সব সমস্যা থেকে মুক্তি পেতে কী কী স্টেপ ফলো করবেন? 

  • উক্ত সংস্থার সাইবার বিশেষজ্ঞদের দাবি, সপ্তাহে অন্তত কিছুদিন ফোন রিস্টার্ট করা উচিত। এর ফলে যে ভাইরাস বা ম্যালিসিয়াস সফটওয়্যার চলছে তা বন্ধ হয়ে যাবে। হ্যাকিং বা ফিশিংয়ের হাত থেকে বাঁচতে পারবেন কিছুটা। 
  • ফেসবুক, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ ও ক্রোম ব্রাউজারে সন্দেহজনক লিঙ্ক থেকে দূরে থাকতে হবে। অনেক সময় এই লিংক এর মাধ্যমে হ্যাকাররা বিভিন্ন জনকে টার্গেট করে।
  • কারো প্রলোভনে পড়ে পেইড অ্যাপস ফ্রীতে ডাউনলোড করা যাবে না। তারা সব সময় পেইড অ্যাপস গুলির Crack Version ব্যাবহার করে যার মধ্যে ক্ষতিকর ভাইরাস বা বাগস্ থাকে যা ফোন বা কম্পিউটারের জন্য ক্ষতিকারক।
  • ভুল করে কেউ টাকা পাঠিয়ে দিলে সঙ্গে সঙ্গে তা ব্যাক করার প্রয়োজন নেই, কেননা যখনি আপনি ব্যাঙ্কিং অ্যাপস এর মধ্যে ঢুকবেন সঙ্গে সঙ্গে হ্যাকার গ্রুপও সব এক্সেস পেয়ে যাবে ।
  • সোশ্যাল মিডিয়াতে অচেনা কারো সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক না করায় ভালো, কেননা ওপর প্রান্তের ব্যক্তি যে কেউ হতে পারে, এমনকি পরে আপনার চ্যাট, ফোটো, ভিডিও নিয়ে আপনাকে ব্ল্যাকমেইল করতে পারে।
  • ভুল করেও কাওকে কখনই OTP শেয়ার করবেন না, কারণ একটি OTP আপনার ফোনের সমস্ত data transfer করার জন্য বা অ্যাকাউন্ট ব্যালেন্স শেষ করার জন্য যথেষ্ঠ।
  • সোশ্যাল মিডিয়া হোক বা ইন্টারনেট, কোনও লিঙ্কে ক্লিক করার আগে তা যাচাই করা উচিত, সেটা আদৌ আসল কিনা। হ্যাকাররা হুবহু নকল ওয়েবসাইট বানিয়ে ভিক্টিম দের বিভিন্ন ভাবে হারেসমেন্ট করে।

ফোন রিস্টার্ট করার সুবিধা কী?

ফোন রিস্টার্ট হলো সম্ভাব্য হ্যাকিং রোখার সবথেকে সহজ এবং কার্যকর উপায় যা হ্যাকিং তো রুখে দেবেই, তার পাশাপাশি ফোনে যদি কোনও ভাইরাস চলতে শুরু করে তার অ্যাক্সেসও বন্ধ করে দেবে। ফলে ফোনের উপর থেকে নিয়ন্ত্রণ হারাবে সাইবার অপরাধীরা। 

জিরো ক্লিক ম্যালিসিয়াস সফটওয়্যার কী? 

হ্যাকিংয়ের জন্য বিভিন্ন কৌশল মেনে চলে অপরাধীরা। এর জন্য জিরো ক্লিক ম্যালিসিয়াস সফটওয়্যার ইন্সটল করা হয় ফোনে। যেখানে কোনও ক্লিক করতে হয় না। ফোনে একবার প্রবেশ করিয়ে দিলেই সে নিজের মত ব্যাকগ্রাউন্ডে কাজ করতে থাকে আর আপনার ফোনে থাকা মূল্যবান তথ্য হ্যাকারদের পাঠাতে থাকে। এগুলি ফোনে থাকা সিকিউরিটি সিস্টেমকে বাইপাস করে, ওয়াইফাই নেটওয়ার্ক বা মোবাইল নেটওয়ার্ক অচল করে দেয়। পাশাপাশি ফোনের নানা মেসেজ (হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারও, গ্যালারী), ছবি ও ভিডিয়ো ফাইলে নজরদারি শুরু করে ওই ম্যালিসিয়াস অ্যাপ।

আপনি যদি ফোন রিস্টার্ট করেন এবং অপারেটিং সফটওয়্যার আপডেট রাখেন, তাহলে যে ক্ষতিকর সফটওয়্যারগুলি ফোনে রয়েছে তা অচল হয়ে যাবে। তবে শুধু এটুকু করেই থামলে হবে না, তার সঙ্গে ফোনের সমস্ত সিকিউরিটি Up to Date রাখতে হবে। যা আপনি ফোনের Settings গিয়ে About Phone অপশনে গেলেই পেয়ে যাবেন।

উপসংহার: 

এছাড়া আরো কিছু জানার আগ্রহ থাকলে অব্যশই কমেন্ট বক্সে জানান। যদি লেখা পড়ে একটুও উপকৃত হন তবে অবশ্যই শেয়ার করবেন আর সোশ্যাল আওয়ার্নেস ছড়িয়ে দিন।

Leave a Reply