Recently টেলিকম দফতরের তরফ থেকে একটি নতুন পরিষেবা শুরু করা হয়েছে, যার মাধ্যমে আপনি ঘরে বসেই জানতে পারবেন, আপনার আধারের সঙ্গে কতগুলি মোবাইল নম্বর লিঙ্ক করা আছে অর্থাৎ, আপনার আধার কার্ডটি ব্যবহার করে মোট কতগুলি সিম কার্ড তোলা হয়েছে।
সিম কার্ড জালিয়াতি নিয়ন্ত্রণ করতেই এই পরিষেবা শুরু করেছে দেশের টেলিকম মন্ত্রক। ভারতের টেলিকম নিয়ম অনুযায়ী, একটি আধার কার্ড দিয়ে একজন ব্যক্তি সর্বোচ্চ 9টি সিম কার্ড ব্যবহার করতে পারবেন।
আপনার আঁধার কার্ডের কী কী গুরুত্ব রয়েছে:
আধার কার্ড হল ভারতীয় নাগরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ নথি, এটি একটি সার্বজনীন আইডি হিসেবে কাজ করে যা PAN-এর মতো অন্যান্য পরিচয়পত্রের সাথে যুক্ত। এটি বিভিন্ন সরকারি পরিষেবার জন্য পরিচয়, ঠিকানা এবং বয়সের প্রমাণপত্র।
আধার কার্ড জালিয়াতি রোধ করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরকারি ভর্তুকি এবং বিভিন্ন প্রকল্পগুলিতে অ্যাক্সেস সক্ষম করে। ই-আধার হিসাবে এর ডিজিটাল উপলব্ধতা ক্ষতির ঝুঁকি হ্রাস করে এবং সুবিধা নিশ্চিত করে।
এছাড়াও আধার কার্ড দিয়ে পাসপোর্ট তৈরী করা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা এবং পেনশন এর টাকা তোলা, আরো অনেক গুরু্বপূর্ণ কাজ করতে পারেন। মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা এবং স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, খাদ্য নিরাপত্তা, শিক্ষা এবং সামাজিক নিরাপত্তা ইত্যাদি এবং নানান আরো কাজ জন্য আঁধার কার্ড থাকা অপরিহার্য।
তাছাড়াও আঁধার কার্ড এর সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা, ড্রাইভিং লাইসেন্স তৈরীর জন্য, স্টক মার্কেট ইনভেস্টমেন্ট করতে এবং রেলের টিকিট বুকিং করতে অবশ্যই আধার কার্ড থাকা জরুরি। আধার কার্ড সুবিন্যস্ত সরকারী প্রক্রিয়া এবং বাসিন্দাদের সুবিধার নিরাপদ অ্যাক্সেস নিশ্চিত করার জন্য অবিচ্ছেদ্য।
কীভাবে বুঝবেন আপনার আধার কার্ড দিয়ে কয়টি সিমকার্ড খোলা আছে ?
নিচে দেয়া ওয়েবসাইট থেকে আপনারা নিজের আধার নম্বরের সঙ্গে যুক্ত থাকা সব মোবাইল নম্বরের তালিকা দেখে নিতে পারবেন। সুতরাং আপনার আধার কার্ড ব্যবহার করে অন্য কেউ সিম কার্ড ব্যবহার করলে তা জানা যাবে। এই তথ্য জেনে নেওয়া এবং তার একটি ট্র্যাক রাখা খুবই জরুরি। কারণ, মোবাইল সিম কার্ড বা কোনও মোবাইল নম্বর থেকে জালিয়াতি হলে, অজান্তেই আপনি ফেঁসে যেতে পারেন।
আপনার আধার ব্যবহার করে মোট কত সক্রিয় কানেকশন রয়েছে?
নিজের আধার কার্ড ব্যবহার করে মোট কয়টি সক্রিয় মোবাইল কানেকশন রয়েছে, তা জানার জন্য নিচে দেয়া স্টেপ গুলো পর পর ফলো করুন।
- এই ওয়েবসাইট ভিজিট করুন: TAFCOP
- আপনার মোবাইল নম্বর দিয়ে OTP-র জন্য অনুরোধ করুন।
- আপনার ফোনে একটি OTP পাঠাবে টেলিকম দফতর।
- সাইন-ইন অপশনএ গিয়ে OTP টা দিন।
- নতুন একটা পেজ ওপেন হবে।
- এখানে আপনার আধার কার্ড ব্যবহার ব্যবহার করে যত ফোন নম্বর সক্রিয় রয়েছে, সেই তালিকা দেখে নেওয়া যাবে।

যদি অচেনা নম্বর থাকে তবে কী করবেন?
এইবার যদি আপনি মনে করেন এতগুলো সিম কার্ড আপনার নয় বা আপনি তোলেন নি তবে অবশ্যই সেই গুলো তে টিকমার্ক দিয়ে রিপোর্ট করুন, যাতে পরবর্তীতে আপনাকে কোনো ঝামেলায় জড়াতে না হয়।
উপসংহার:
এছাড়া আরো কিছু জানার থাকলে অব্যশই কমেন্ট বক্সে উল্লেখ করুন আর এর থেকে একটুও উপকৃত হলে অবশ্যই শেয়ার করবেন যেন এই রকম জালিয়াতি থেকে সবাই সচেতন থাকতে পারে। ধন্যবাদ।