আপনার দামী মোবাইল ফোনটি হারিয়ে গিয়েছে? যাই হোক, তার জন্যে সমবেদনা প্রকাশ করছি। মোবাইল হারানোর General Diary (GD) ২টি উপায়ে করতে পারেন।
১. অনলাইনের মাধ্যমে,
২. অথবা থানায় গিয়ে লিখিত আবেদনের মাধ্যমে।
যদি থানায় গিয়ে সাধারণ ডায়েরী করা সম্ভব না হয়, আপনি ঘরে বসে অনলাইনে আপনার মূল্যবান ফোনটি হারানোর জিডি করতে পারেন।
উপরোক্ত দুইটি বিষয় নিয়েই খুব সরল ভাষায় বোঝানোর চেষ্টা করলাম।
মোবাইল হারানো জিডি করতে কি কি লাগে?
মোবাইল ফোন হারানোর জিডি করতে যেসব ডকুমেন্ট ও তথ্য প্রয়োজন হবে, এগুলো হলো:
- মোবাইল ফোন হারানোর সময় ও তারিখ;
- মালিকের জাতীয় পরিচয়পত্রের কপি;
- মোবাইল ফোনের IMEI Number (দুইটি);
- মোবাইলের ব্র্যান্ড, মডেল এবং RAM ও ROM;
- মোবাইল ফোনের কালার;
- মোবাইলে ব্যবহৃত সিমের নাম্বার তথ্য;
- জরুরি প্রয়োজনে যোগাযোগ একজন ব্যক্তির নাম ও মোবাইল নাম্বার;
- মালিকের জাতীয় পরিচয়পত্রের কপি;
- কিভাবে মোবাইল ফোনটি হারিয়েছে তার বিস্তারিত তথ্য।
মোবাইল হারানোর জিডি নমুনা:
জিডি আবেদনে আপনাকে মোবাইলের বিভিন্ন বিস্তারিত তথ্য, হারানোর স্থান ও সময় উল্লেখ করতে হবে। নিচে একটি মোবাইল হারানোর জিডি নমুনা দেখানো হলো।
To, Officer In Charge, ABC Police Station,
বিষয়: হারানো মোবাইল ফিরে পেতে সাধারন ডায়েরী করার জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি (নাম), জাতীয় পরিচয়পত্র নং- (Adhar/Voter কার্ডের নাম্বার), বয়সঃ (আপনার বয়স), পিতাঃ (পিতার নাম), ওয়ার্ডঃ (আপনার ওয়ার্ডের ঠিকানা), জেলাঃ (জেলার নাম), থানাঃ (আপনার থানার নাম) এই মর্মে জানাচ্ছি যে, আমার নিম্নবর্ণিত মোবাইল ফোনটি হারিয়ে গেছে।হারানো মোবাইল ফোনের বর্ণনা:
- ব্র্যান্ড ও মডেল:
- Colour:
- IMEI 1:
- IMEI 2:
- Sim Number:
- মালিকের এনআইডি নাম্বার:
- হারানোর সময়:
- হারানোর স্থান:
হারানো মোবাইলে আমার ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এবং একটি নিবন্ধিত সিম রয়েছে। কোন অসাধু ব্যক্তির হাতে মোবাইলটি থাকলে আমি ক্ষতিগ্রস্ত হতে পারি। তাই উক্ত ফোনটি ফিরে পেতে আপনার থানায় সাধারন ডায়েরি করা ও আইনানুগ ব্যবস্থা গ্রহন করা আবশ্যক।
অতএব, উপরোক্ত বিষয়টি আপনার থানায় সাধারন ডায়েরিভুক্ত করে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আমার ফোন খুঁজে বের করে বাধিত করবেন।
বিনীত নিবেদক-
পিতা/স্বামী-
বর্তমান ঠিকানা-
মোবাইল নাম্বার- (আপনার সাথে যোগাযোগের মোবাইল নাম্বার)
ঠিক এইভাবে একটা অ্যাপ্লিকেশন বা জিডি আবেদন লিখে থানায় গিয়ে ওই দিন এর ডিউটি অফিসারের কাছে জমা দিতে হবে। জিডির আবেদনটি মানে ওই অ্যাপ্লিকেশনটির অবশ্যই ২ কপি করবেন। যার একটি কপি থানায় জমা নিবে আর একটা কপিতে জিডি নাম্বার ও তারিখ উল্লেখ করে পুলিশ অফিসার তার স্বাক্ষর ও সীলমোহর দিয়ে আপনাকে ফেরত দিবে।
আপনি এই জিডি কপিটি নিজের কাছে রেখে দিবেন। পরবর্তীতে যে কোনো প্রয়োজনে বা আপনার হারানো ফোনটির স্ট্যাটাস চেক করতে এটি কাজে লাগতে পারে।
জিডি করতে কত টাকা লাগে?
জিডি করতে কোনো টাকা লাগে না। একজন নাগরিকের আইনি অধিকার, যা রাষ্ট্র তাকে দিয়েছে। তাই, জিডি করতে থানায় কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই।
তবে, যদি আপনি নিজে অ্যাপ্লিকেশনটি না লিখে বাইরের অন্য কাউকে বা থানায় একজন কনস্টেবল বা অন্য কোনো পুলিশ সদস্যকে দিয়ে লেখান, তবে সে ক্ষেত্রে তাকে হয়তো কিছু টাকা দিতে হতে পারে। যদিও এটির কোন নিয়ম নেই।
জিডি প্রত্যাহার করার নিয়ম:
যদি আপনার হারানো ফোনটি ফিরে পান তবে জিডি প্রত্যাহার করতে হবে। তারজন্য, যে থানায় জিডি করেছেন সে থানার অফিসার ইন চার্জ বরাবর জিডি নাম্বার ও তারিখ উল্লেখ করে সেটি প্রত্যাহার করার জন্য আবেদন করতে হবে।
প্রত্যাহার আবেদনে আপনার নাম, ঠিকানা, মোবাইল নম্বর, জিডির নম্বর, তারিখ এবং প্রত্যাহারের কারণ উল্লেখ করুন।